সেই ‘শেহবাগের মুখেই’ এখন বাংলাদেশের প্রশংসা!

স্পোর্টস ডেস্কঃ আগামী ৩০মে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। সাবেক তারকা ক্রিকেটারদের অনেকেই বিশ্বকাপের ফেবারিট দল নিয়ে মন্তব্য করছেন।

বিশ্বকাপ উপলক্ষে সম্প্রতি আইসিসি নিজেদের ফেসবুক পেজে ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেহবাগের একটি সংক্ষিপ্ত অভিমত প্রকাশ করেছে।

এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো নিয়ে এককথায় নিজের মূল্যায়ন তুলে ধরেছেন সাবেক তারকা ক্রিকেটার। সেখানে বাংলাদেশ দলকে বাঘের সঙ্গে তুলনা করেছেন শেহবাগ।

বাংলাদেশ সম্পর্কে এক বাক্যের মন্তব্যে শেহবাগ বলেন, ‘বাংলাদেশ হচ্ছে বাঘের মতো। নিজেদের দিনে যেকোনো শিকার করে ফেলতে পারে দলটি।’

বাংলাদেশের পাশাপাশি নিজ দেশ ভারত, স্বাগতিক দেশ ইংল্যান্ড, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও অন্যান্য দলকে নিয়েও নিজের মূল্যায়ন জানিয়েছেন বিরু।

ভারতীয় দল সম্পর্কে বলেন, যদি ভালো খেলে তাহলে নিজেদের দিনে ভারত বিশ্বের যেকোনো দলকে হারাতে পারে।

বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডের ব্যাপক সম্ভাবনার কথা জানিয়ে শেহবাগ বলেন, তারা বিশ্বকাপ জিততে পারে।

আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে এক শব্দে ‘অননুমেয়’ বলেন সাবেক এই তারকা ক্রিকেটার।

অথচ এই শেহবাগই ২০১০ সালে চট্টগ্রাম টেস্টের আগে বাংলাদেশকে ‘আনাড়ি দল’ বলে তুমুল বিতর্ক সৃষ্টি করেছিলেন ভারতের সাবেক ওপেনার বিরেন্দর শেহবাগ। সেই ম্যাচে জবাবটা ভালোই দিয়েছিল বাংলাদেশের বোলাররা।

পেসার শাহদাত হোসেন রাজিব ও স্পিনার সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ২৪৩ রানে অলআউট হয়ে যায় ভারত। পুরো ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছিল বাংলাদেশ। নিজের অনাহূত মন্তব্যের জন্য শেহবাগ হয়তো পরবর্তীতে নীরবে অনুতপ্ত হয়েছিলেন। বাংলাদেশ দলকে নিয়ে এরপর আর কখনও বাজে মন্তব্য করার সাহস দেখাননি।

এবার ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলকে সমীহ দেখালেন বিরু।

Post a Comment

Previous Post Next Post