রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়া হবে: ফিলিপাইনের প্রেসিডেন্ট


অনলাইন ডেস্কঃ আবারো রোহিঙ্গাদের নিজ দেশে আশ্রয় দেয়ার পাশাপাশি নাগরিকত্ব দেয়ার কথা জানালেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনের ম্যানিলা হোটেলে লিগ অব মিউনিসিপালিটিস কনভেনশনে এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার তিনি এ আগ্রহের কথা জানান। এ সময় দুতার্তে জানান, আমি রোহিঙ্গাদের গ্রহণে আগ্রহী।

এর আগে গত বছরের এপ্রিলে দুতার্তে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেন।

ওই সময় তিনি বলেন, রোহিঙ্গাদের প্রতি আমি সমব্যথী। আমি শরণার্থীদের আশ্রয় দিতে আগ্রহী। ইউরোপেরও উচিত রোহিঙ্গাদের ভাগ করে নেয়া। সূত্র: বাসস।

Post a Comment

Previous Post Next Post