শাহ জালালের মাজার জিয়ারত করলেন স্পিকার


অনলাইন ডেস্কঃ টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় হজরত শাহ জালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে স্পিকারকে স্বাগত জানান জেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।

পরে সেখান থেকে প্রথমে হজরত শাহ জালাল (রহ.) ও পরে হজরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেন ড. শিরীন শারমিন চৌধুরী। 

মাজার জিয়ারতকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ, ৫২’ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর যোদ্ধা, ৭৫’ এর ১৫ আগস্ট নিহত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছাসহ পরিবারের অন্যান্য সদস্যদেরসহ জেলখানায় নিহত জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি। এসময় তাদের রুহের মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

Post a Comment

Previous Post Next Post