এনামুল হক রিপন কে পুনরায় ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোড়েলগঞ্জবাসী

বিশেষ প্রতিনিধিঃ পিছিয়ে পড়া মোড়েলগঞ্জ উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাবেক উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগে সাধারণ সম্পাদক এনামুল হক রিপন কে পুনরায় ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। এর আগে তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময় মোড়েলগঞ্জ উপজেলার উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখেন । ব্যক্তিগত সুনাম, দলীয় কর্মকান্ডে ও পূর্বের অভিজ্ঞতায় নিজেকে সম্পৃক্ত রেখে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় ভাইস চেয়ারম্যান পদে দলীয় সমর্থন আশা করছেন সাবেক এই ভাইস চেয়ারম্যান । নির্বাচনে প্রার্থিতার বিষয়ে এনামুল হক রিপন জানান, দেশের দক্ষিণাঞ্চলে চলছে সরকারের উন্নয়নের কর্মকান্ড। সরকারের এসব উন্নয়নের ধারা অব্যহত রাখতে তিনি শরিক হতে চান। এছাড়াও মোড়েলগঞ্জের সর্বস্তরের মানুষসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে পুনরায় ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় । এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত, ওয়ান ইলেভেন সহ বিভিন্ন আন্দোলনে সম্পৃক্ত ছিলেন । স্বপ্নের সোনার বাংলা গড়তে আজ তরুণ নেতৃত্বের জয়ধ্বনি, তাই তিনি দলীয় সমর্থন পাওয়ার ক্ষেত্রে শতভাগ আশাবাদী । মোরেলগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞ জানিয়ে তিনি বলেন, সম্প্রীতির উপজেলা হিসেবে খ্যাত মোড়েলগঞ্জ উপজেলা কে একটি আধুনিক সমৃদ্ধিশালী উপজেলায় উন্নত করতে দল ও মোড়েলগঞ্জবাসী অতীতের মতো আগামীতেও তার কাজের মূল্যায়ন করবে ।

Post a Comment

Previous Post Next Post