বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় চোরাই মহিষসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কেছরিগুল এলাকা থেকে তাদেরকে
গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হচ্ছেন উপজেলার তালিমপুর ইউনিয়নের
তালিমপুর গ্রামের বাসিন্দা ছাদ উদ্দিন (৫০) এবং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের
চান্দেরগুলের আনিস আহমদ (৪০)।
এ সময় তাদের কাছ থেকে দুটি ভারতীয় চোরাই মহিষ জব্দ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার দুজনসহ তিনজনের নাম উলে¬খ ও অজ্ঞাতনামা আরও ২/৩জনকে আসামি করে গত সোমবার রাতে বড়লেখা থানায় একটি মামলা করেছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বলেন, ‘এরা চোরাকারবারি। ভারত থেকে চোরাইপথে মহিষ নিয়ে আসে। তাদেরকে আজকে (মঙ্গলবার) জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
এ সময় তাদের কাছ থেকে দুটি ভারতীয় চোরাই মহিষ জব্দ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার দুজনসহ তিনজনের নাম উলে¬খ ও অজ্ঞাতনামা আরও ২/৩জনকে আসামি করে গত সোমবার রাতে বড়লেখা থানায় একটি মামলা করেছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বলেন, ‘এরা চোরাকারবারি। ভারত থেকে চোরাইপথে মহিষ নিয়ে আসে। তাদেরকে আজকে (মঙ্গলবার) জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’