হিফজুর রহমান তুহিন: একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জমে উঠেছে মাইকিং ও লিফলেটের মাধ্যমে প্রচারণা। জনগনের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েই মেতেছে প্রার্থীরা। গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে বিকেল হতে কমলগঞ্জের হাট-বাজারগুলোতে মাইকিং লিফলেটের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হয়। ১ম দিন হতে প্রচারণা কিছুটা কম হলেও দ্বিতীয় দিন সন্ধ্যা পর হতে নির্বাচনী এলাকাগুলোতে প্রচারণা বেশি হয়। ১১ ডিসেম্বর সরজমিনে নির্বাচনী মাঠে গিয়ে দেখা যায়, মাইকিং করে নানা জাতের গান ও গ্লোগানের মাধ্যমে ভোট চাইছে প্রার্থীদের সমর্থকরা, এদিকে কোথাও কোথাও দলিয় সমর্থকরা তার নিজ প্রতীকের মানুষের কাছে ভোট চাচ্ছে। নির্বাচনের প্রচারণা তৃনমুল মানুষদের কাছে কিছুটা উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে হাট-বাজারগুলোতে চায়ের কাপে আলোচনা সমালোচনায় কি শহর, কি অজো পাড়া গাঁ- কমলগঞ্জ-শ্রীমঙ্গলের সব জায়গায় শুরু হয়েছে ভোট উৎসব । প্রায় এক দশক পর এমন উৎসবে আগ্রহ বেড়েছে নতুন পুরনো ভোটারদের।
হিফজুর রহমান তুহিন: একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জমে উঠেছে মাইকিং ও লিফলেটের মাধ্যমে প্রচারণা। জনগনের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েই মেতেছে প্রার্থীরা। গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে বিকেল হতে কমলগঞ্জের হাট-বাজারগুলোতে মাইকিং লিফলেটের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হয়। ১ম দিন হতে প্রচারণা কিছুটা কম হলেও দ্বিতীয় দিন সন্ধ্যা পর হতে নির্বাচনী এলাকাগুলোতে প্রচারণা বেশি হয়। ১১ ডিসেম্বর সরজমিনে নির্বাচনী মাঠে গিয়ে দেখা যায়, মাইকিং করে নানা জাতের গান ও গ্লোগানের মাধ্যমে ভোট চাইছে প্রার্থীদের সমর্থকরা, এদিকে কোথাও কোথাও দলিয় সমর্থকরা তার নিজ প্রতীকের মানুষের কাছে ভোট চাচ্ছে। নির্বাচনের প্রচারণা তৃনমুল মানুষদের কাছে কিছুটা উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে হাট-বাজারগুলোতে চায়ের কাপে আলোচনা সমালোচনায় কি শহর, কি অজো পাড়া গাঁ- কমলগঞ্জ-শ্রীমঙ্গলের সব জায়গায় শুরু হয়েছে ভোট উৎসব । প্রায় এক দশক পর এমন উৎসবে আগ্রহ বেড়েছে নতুন পুরনো ভোটারদের।
