শ্রীমঙ্গল-কমলগঞ্জে জনগণের মুখোমুখি ৩ প্রার্থী

কমলগঞ্জ প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ- শ্রীমঙ্গল) আসনের আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন মনোনীত তিন প্রার্থী জনগণের মুখোমুখি হন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে জনগণের মুখোমুখি হন এই তিন প্রার্থী।

সুজনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান সঞ্চালক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় এবং সুজন কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নিহারেন্দ্রু ভট্টাচার্য্যের সভাপতিত্বে প্রার্থীদের মধ্যে অংশগ্রহণ করেন, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রার্থী মোহাম্মদ ছালাউদ্দিন। এই আসনের গণফোরামের প্রার্থী শান্তিপদ ঘোষ অংশ নেননি।

পরিশেষে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার উপস্থিত সবাইকে দুর্নীতিবাজ, কালোটাকার মালিক, সন্ত্রাসী, চাঁদাবাজ, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক ব্যক্তিকে ভোট না দিতে শপথবাক্য পাঠ করান।

Post a Comment

Previous Post Next Post