কামাল হোসেনের ব্যাংক হিসাবের তথ্য নিয়ে কাজ চলছে: এনবিআর চেয়ারম্যান

কামাল হোসেনের ব্যাংক হিসাবের তথ্য নিয়ে কাজ চলছে: এনবিআর চেয়ারম্যান


অনলাইন ডেস্কঃ গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

রবিবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অবশ্য এ নিয়ে নির্বাচনে যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে সেজন্য এনবিআর তাড়াহুড়াও করছে না বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত নভেম্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিস ড. কামাল হোসেনের ব্যাংক হিসাবের বিষয়ে খোঁজ নেয়ার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠায়।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে সময় লাগবে। এই মুহূর্তে এ নিয়ে তাড়াহুড়া করলে ভাববে উনিবিরোধী দলের হয়ে নির্বাচন করছেন, সেজন্য আমরা এটি করছি। এটা যাতে ওই লাইনে না যায়।

জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে এনবিআর। আগামীকাল ১০ ডিসেম্বর দেশব্যাপী ভ্যাট দিবস পালন করা হবে।

Post a Comment

Previous Post Next Post