নির্বাচনে অংশ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে খালেদার রিট

নির্বাচনে অংশ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে খালেদার রিট


অনলাইন ডেস্কঃ তিন আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চে এ রিটের শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্ত অবৈধ। এ কারণে রিট করা হয়েছে। ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে দলীয় মনোনয়নপত্র নেন খালেদা জিয়া।

Post a Comment

Previous Post Next Post