ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৩


অনলাইন ডেস্কঃ ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত আছেন এক হাজার ৪০০ জন।

সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন- শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় শুরু হওয়া উচ্চ সুনামিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তাছাড়া তারা আবারও লামপাং প্রদেশটির উপকূলে সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন স্থানীয়দের।
এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সূত্রপাত থেকে জাভা এবং সুমাত্রা দ্বীপের উপকূলীয় এলাকায় মরণনাশক এ সুনামিটি আঘাত হেনেছিল।

দ্বীপ দুইটির উপকূলে দ্বিতীয় বারের মতো সুনামি হতে পারে- কর্তৃপক্ষের এমন সতর্কতায় এখানকার লোকজন বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে শুরু করেছেন ইতোমধ্যেই। তাছাড়া যারা শনিবারের সুনামিতে প্রভাবিত হয়েছেন, তাদেরও অন্যত্র আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছে কর্তৃপক্ষ।

সুনামির পরপরই অভিযানে নেমেছিল দেশটির উদ্ধারকারী ও নিরাপত্তা বাহিনী। শনিবার রাত থেকে শুরু করা অভিযানে তারা বিপদে পড়া এবং নিখোঁজদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এদিকে,  হঠাৎ করে বয়ে যাওয়া এ প্রলয়ঙ্করী সুনামি ওই এলাকার শত শত বিল্ডিং ভেঙে দিয়েছে। এতে ধ্বংস হয়েছে ছোট ছোট অনেক বাড়ি-ঘরিও। সেইসঙ্গে মাটিতে উপড়ে পড়ে অসংখ্য গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি।

Post a Comment

Previous Post Next Post