নিজে জিতলেন ধানের শীষকেও বিজয়ী করলেন সুলতান


এস আলম সুমনঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে  বিজয়ী হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। নিজে বিজয়ী হয়ে ধানের শীষ প্রতীককেও  প্রথমবারের মত এ আসনে বিজয়ী করে চমক সৃষ্টি করলেন তিনি। 
তিনি পেয়েছেন ৭৯ হাজার ৭৪২ ভোট। তাঁর নিটতটম প্রতিদ্বন্দ্বী বিকল্পধারা বাংলাদেশের এম এম শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট। 

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারের নির্বাচনে আর অন্য কোনও আসনে এতো হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। এর আগে এ আসনে ধানের শীষ প্রতীক কখনও জয়ী হতে পারেনি। এমনকি কখনও তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে আসতে পারেনি বিএনপির কোনও প্রার্থী। বরং ১৯৯১ এবং ২০০১ সালে এ আসনে দুইবার জামানত হারায় বিএনপি। এবার এই আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়লেন ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। জয়ী হয়ে এক নতুন ইতিহাস গড়লেন তিনি।

অপরদিকে মৌলভীবাজার-১ আসনে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের শাহাব উদ্দিন এক লাখ ৪৪ হাজার ১২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাছির উদ্দিন আহমেদ পেয়েছেন ৬৮ হাজার ৫২৩ ভোট।

মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের নেসার আহমেদ এক লাখ ৮৪ হাজার ৫৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ আসনে বিএনপির নাসের রহমান পেয়েছেন এক লাখ ৪ হাজার ৫৯৫ ভোট।

মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগের আবদুস শহীদ দুই লাখ ১১ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ৯৬ হাজার ২৯৫ ভোট। 

Post a Comment

Previous Post Next Post