সেঞ্চুরিয়নে দুই অধিনায়কের 'লজ্জার রেকর্ড'


স্পোর্টস ডেস্কঃ সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১৯০ রানে গুটিয়ে গিয়ে প্রোটিয়াদের সামনে ১৪৯ রানের টার্গেট দেয় পাকিস্তান। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে একটা লজ্জার রেকর্ড গড়ে বসেছেন দুই দলের অধিনায়ক সরফরাজ আহমেদ ও ফাফ ডু প্লেসি।

ব্যাট হাতে আগের ইনিংসেম মতো ব্যর্থ হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। শাহিন আফ্রিদির বলে অযথা পুল শট খেলতে গিয়ে ফাইন লেগে থাকা হাসান আলীর হাতে ধরা দেন প্রোটিয়া অধিনায়ক। এ নিয়ে দুই ইনিংসেই শূন্য রানে আউট হলেন তিনি। একই ম্যাচে দুই ইনিংসে ডাক মেরেছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজও। একই ম্যাচের দুই ইনিংসে দুই অধিনায়কের দু'বার ডাক মারার ঘটনা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম।
উল্লেখ্য, দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া পেসার ডুয়েন অলিভিয়ের। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

Post a Comment

Previous Post Next Post