বর্ষসেরা ফুটবলার এমবাপ্পে


স্পোর্টস ডেস্কঃ ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে চলতি বছর দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। নিজের নৈপুণ্যে নিজের দেশ ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি স্বপ্নের মতোই একটি বছর কাটিয়েছেন তিনি।

রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার এমবাপ্পে সাফল্যে ঘেরা বছরটিতে সর্বশেষ ফ্রান্সের সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জিতলেন।
চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফর্ম, প্যারিস সেন্ট জার্মেইর হয়ে ঘরোয়া ট্রেবল জয়, সর্বশেষ বিশ্বকাপ জয় এমবাপ্পের এই বছরটা একেবারে পূর্ণ করে দিয়েছে।

ফ্রেঞ্চ ফুটবল ব্যালন ডি’অরে’র পাশাপাশি প্রতিবছর সেরা খেলোয়াড় নির্বাচন করে থাকে। এবার সেই পুরস্কারই ঘরে তুললেন এই ফরাসী স্ট্রাইকার। পুরস্কারটি পেতে তিনি ভোটের ব্যবধানে পেছনে ফেলেন রাফায়েল ভারানে ও আঁতোয়া গ্রিজম্যানকে।

২০ বছর বয়সী এমবাপ্পে এর আগে ব্যালন ডি’অরের তালিকায় চতুর্থ হয়েছিলেন। তবে ফিফার অ্যাওয়ার্ডে জিতেছেন কোপা পুরস্কার। আর বিশ্বকাপে হাতে তুলেছিলেন সেরা তরুণের পুরস্কার।

Post a Comment

Previous Post Next Post