চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন আর নেই


বিনোদন ডেস্কঃ দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।  জানা গেছে, সেখানে শুক্রবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন আমজাদ হোসেন।

আমজাদ হোসেন গত ১৮ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার উন্নত চিকিৎসার খরচ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭ নভেম্বর রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যাওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post