বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়ায় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহ্স্পতিবার বিকেল ৪টার দিকে কুলাউড়া সিলেট রেলপথের বেহালা সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা পৌর এলাকার বেহালা সংলগ্ন কুলাউড়া-সিলেট রেলপথের উপর ট্রেনে কাটা যুবকের খণ্ড-বিখন্ড লাশ দেখতে পায়। পরে রেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের জন্য যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
রেলওয়ে থানার ওসি আব্দুল মালেক সত্যতা নিশ্চিত করেছেন।
