মাকে হত্যা করে বস্তায় ভরে আগুনে পোড়ালো ছেলে!


অনলাইন ডেস্কঃ নিজের মাকে গলা টিপে হত্যা করে ছেলে। এরপর লাশ বস্তায় ভরে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে নিয়ে কেরোসিন দিয়ে আগুনও ধরিয়ে দেয় তাতে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনায় ঘটায় ছেলে সত্যেন বিশ্বাস। ঘটনাটি ভারতের নদিয়ার শান্তিপুর থানার করমচাপুর এলাকার।

 পুলিশ এরই মধ্যে অভিযুক্ত সত্যেন বিশ্বাসকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বাড়ির পাঁচ কাঠা জমি নিয়ে মা তরুবালা বিশ্বাস ও ছোট ছেলে সত্যেন বিশ্বাসের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। মেজাজ হারিয়ে একপর্যায়ে মাকে গলা টিপে হত্যা করে সত্যেন। পরে লাশ বস্তাবন্দি করে প্রায় তিন কিলোমিটার পথ টানতে টানতে নিয়ে যায় ছেলে। এরপর রাতে আমবাগানে বস্তাবন্দি মৃতদেহে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল সত্যেন।

গত ১ ডিসেম্বর সকালে আমবাগান থেকে বছর ৭৫ বছরের বৃদ্ধা তরুবালা বিশ্বাসের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তারপরই গ্রেফতার হয় সত্যেন।

পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করে সত্যেন জানায়, ৩০ নভেম্বর বচসার পর রাতে মায়ের ঘরে ঢুকে তাকে গলা টিপে হত্যা করে সে।

Post a Comment

Previous Post Next Post