কুলাউড়ায় চলন্ত গাড়ী থেকে কলেজ ছাত্রীর লাফ, আটক ২



বিশেষ প্রতিনিধিঃ সকালে প্রাইভেট পড়ে সিএনজি অটোরিকশায় করে একা বাড়ি ফিরছিলেন কুলাউড়া সদর ইউনিয়নের জনতাবাজার কলেজ ছাত্রী (১৮)। ওই গাড়িতে ওঠেন চালকের একজন সহযোগী। একপর্যায়ে চালক গাড়ি নিয়ে ছাত্রীর নির্দিষ্ট গন্তব্য এড়িয়ে মৌলভীবাজার সড়কের দিকে নিয়ে চলে যেতে থাকেন। এ অবস্থায় ওই ছাত্রী এর কারন জানতে চাইলে চালক তার সিদ্ধান্তে অটল থাকে। এঅবস্থায় সন্দেহ হলে ওই ছাত্রী চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে রাস্তার পাশে পড়ে যান।

স্থানীয় লোকজন ও ছাত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, মেয়েটির বাড়ি উপজেলার সদর ইউনিয়নের জনতা বাজার গ্রামে। তিনি কুলাউড়া ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেনীর প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগে পড়েন। মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি কুলাউড়া পৌর শহরে এক কলেজ শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যান। সকাল ১০টার দিকে জনতাবাজারে ফেরার সময় নির্ধারিত স্ট্যান্ডে গিয়ে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। একপর্যায়ে আর কোন যাত্রী না নিয়ে চালক আমির উদ্দিন (১৯) গাড়ি ছেড়ে দেন। কিছু দূর সামনে যাওয়ার পর চালকের সহযোগী সুফিয়ান (১৮) গাড়ির পেছনে ওঠেন। নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় চৌমুহনা মোড়ে গিয়ে গাড়িটি মৌলভীবাজার সড়কের দিকে রওনা দেয়। এসময় ছাত্রী কারণ জানতে চাইলে চালক সদুত্তর দিতে পারেননি। এতে তাঁর সন্দেহের সৃষ্টি হয়। পরে ওই ছাত্রী চলন্ত গাড়ি থেকে লাফ দেন। আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। আমির ও সুফিয়ানকে ধাওয়া করে গাড়িসহ আটক করা হয়। তাদের বাড়ি পাশ্ববর্তী বড়লেখা উপজেলায়।

কুলাউড়া থানার এসআই ইয়াছিন মিয়া বলেন, স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুইজনকে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় ছাত্রীর ভাই অপহরণের একটি মামলা দায়ের করেছেন। ওই দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

1 Comments

  1. কুলাউড়া সরকারী কলেজ ম্যানেজিং কমিটির দৃষ্টি আকর্ষন করছি, মামলাটি যাতে চালিয়ে যাওয়া হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়...।।। পরবর্তিতে এরকম ঘটনা যেনো আর না ঘটে সেজন্য শাস্তি কার্যকরের কোনো বিকল্প নেই.. .।।।

    ReplyDelete
Previous Post Next Post