প্রগতি স্মরণীতে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা আহত


নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে এক ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে প্রগতি স্মরণী এলাকায় এই ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতার নাম মোঃ ইমরান হোসেন সালমান (২২)। সে ঢাকা মহানগর ২১নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং উত্তর বাড্ডা সাতারকুল তেতুলতলা এলাকার মোঃ তাইবুর রহমানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের তাৎক্ষনিকভাবে চিহ্নিত না করা গেলেও হামলার জন্য স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম রহমতুল্লাহ এর নির্বাচনী প্রচারণায় কাজ করছেন ২১ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ ইমরান হোসেন সালমান। এছাড়া তিনি স্বাধীন স্বর নামে অনলাইন ব্লগেও আওয়ামী লীগের রাজনৈতিক প্রচারণা এবং লেখালিখি করেন। এ নিয়ে স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সাথে তার বিরোধ চলছিল।

গতকাল শুক্রবার বিকেলে প্রতিদিনের মতো নির্বাচন প্রচারণা শেষে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে যাওয়ার পথে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় তার পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে চুরিকাঘাত করা হয়। তার আর্ত চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ সময় পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন। 

এদিকে ঘটনার খবর শুনে তাৎক্ষনিকভাবে আহত ছাত্রলীগ নেতা ইমরান হোসাইনের খোঁজ খবর নিয়েছেন ঢাকা-১১ আসনের বর্তমান এমপি ও আগামী নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী একেএম রহমতুল্লাহ। 

হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের জন্য গুলশান থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post