'হাজীর বিরিয়ানি' গানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ


বিনোদন ডেস্কঃ 'দহন' ছবির গান 'হাজীর বিরিয়ানি' নিয়ে শুরু থেকেই চলছে নানা আলোচনা-সমালোচনা। ছবির গানের কথা নিয়ে দেশের অনেক সঙ্গীতশিল্পী শুরুতেই আপত্তি তুলেছিলেন। এবার গানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হবে একাধিক মন্ত্রণালয়ে।

'হাজীর বিরিয়ানি' গান লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। এতে সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আকাশ সেন।

গানের কথায় অশ্লীল শব্দ ব্যবহারের বিরুদ্ধে এক হয়েছেন দেশের শীর্ষ সংগীত পরিচালক, গীতিকার ও কণ্ঠশিল্পীরা। এরই মধ্যে এতে স্বাক্ষর করেছেন আলাউদ্দিন আলী, আলম খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, ফরিদ আহমেদ, আঁখি আলমগীর, শওকত আলী ইমনসহ শতাধিক তারকা।

রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম, পূজা ও মম। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

Post a Comment

Previous Post Next Post