অনলাইন ডেস্কঃ ক্যামেরায় ধরা পড়ে যায় অনেক কিছুই। আর তা সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে মুহূর্তেই।
ঠিক এমনটিই ঘটেছে একটি ছবির বেলায়। ছবিটি নেটবিশ্বে ছড়িয়ে পড়েছে।
ছবিটি এক যুগলের সুন্দর একটি মুহূর্তের। আমেরিকার ইয়সমিট ন্যাশনাল পার্কে পাহাড়ের শেষপ্রান্তে দাঁড়িয়ে প্রেমিকাকে হয়তো বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন এক যুবক।
হয়তো প্রেমিকা এমনটিই চেয়েছিলেন যে, কোলাহল হারিয়ে নিভৃতে, প্রকৃতির মায়ায় মোহাচ্ছন্ন হয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রেমিকের মুখে, 'আমাকে বিয়ে করবে?' এমন কথাটি শুনবেন।
তবু তাদের এই প্রেমময়দৃশ্য আমেরিকার চিত্রগ্রাহক ম্যাথু ডিপ্পেলের চোখে পড়েই গেল। ফ্রেমবন্দি করে নেন তিনি এই বিশেষ মুহূর্তটির। ছবিটি গত ১৭ অক্টোবর ফেসবুক ও টুইটারে পোস্ট করেন এ চিত্রগাহক।
এ পর্যন্ত ২০ হাজার ফেসবুক শেয়ার ও ১.৪ লাখ রিটুইট হয়েছে ছবিটি। কমেন্ট পড়েছে অজস্র। এভাবেই প্রেমিক থেকে প্রস্তাবটি পেতে চাইছেন অনেক নারী।
ঘটনাটি সম্পর্কে বিবিসি জানিয়েছে, ২৪ বছরের ওই চিত্রগ্রাহক বেশ কয়েকজন পর্যটকের সঙ্গে ওই পার্কে যান। সঙ্গে ছিলেন আরও কয়েকজন চিত্রগ্রাহক।
বাকিদের সঙ্গে দাঁড়িয়ে থাকার সময় ওই দৃশ্যটি তার চোখে পড়ে। ছবিটি তুলে নেন সঙ্গে সঙ্গে।
অনুমতি না নিয়েই ছবিটি তুলেছেন বলে ওই যুগলকে খুঁজতে সেখানে যান ওই চিত্রগ্রাহক।
কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায়নি। পৌঁছানোর আগেই স্থান ত্যাগ করেন ওই তরুণ-তরুণী।
চিত্রগ্রাহক ম্যাথু ডিপ্পেল জানান, তাদের না পেয়ে বাধ্য হয়ে ফেসবুক ও টুইটারে ছবিটি পোস্ট করি। এ যুগলকে খুঁজে দিতে নেটবিশ্বের সাহায্য চাই। তবে ওই যুগলের এখনও সন্ধান মেলেনি বলে জানান ম্যাথু। কিন্তু আশাহত হননি ম্যাথু।
একদিন এ যুগল এসে তাদের এ প্রেমময় মুহূর্তের ছবিটি নিয়ে যাবে বলে তার বিশ্বাস।