স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম সেমি ফাইনালে আজ দুপুরে মুখোমুখি হতে যাচ্ছে ফিলিপাইন ও তাজিকিস্তান। এর আগে এই দুই দলের ৩ বার দেখায় তিনবারই হেরেছে তাজিকিস্তান। কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় আড়াইটায় মুখোমুখি হবে এ দুই দল।
গতকাল সোমবার সেমি ফাইনালিস্ট চারটি দলের সংবাদ সম্মেলন ছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ছিলেন না বাংলাদেশের কোচ জেমি ডে। তবে অন্য ৩ কোচ উপস্থিত ছিলেন। আজকের সেমি ফাইনালের দুই কোচ আশ্বাস দিলেন দারুণ লড়াইয়ের।
সম্মেলনে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে তাজিকিস্তানের কোচ আলি সের তুখতায়েভ বলেছেন, ‘আমরা সবাই প্রতিপক্ষ সম্পর্কে সচেতন। আমরা তাদের শক্তি সম্পর্কে জানি কিন্তু আমরা ফাইনালে উঠতে চাই। এজন্য আমরা নিজেদের সর্বোচ্চটা দিব। আশাকরি মজার একটা ম্যাচ হবে। সেমি ফাইনালের আগে চার দিন প্রস্তুতি নেওয়ার সুযোগ পাওয়ায় ভালো হয়েছে আমাদের।’
এদিকে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ফিলিপাইন। বাংলাদেশ ও লাওসকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে দলটি। তাজিকিস্তানের কাছেও হারেনি কখনও।
তবু প্রতিপক্ষ সম্পর্কে যথেষ্ট সতর্ক দলটির টিম ম্যানেজার জোসেফ মালিনে। সেমি ফাইনালে দারুণ লড়াই আশ্বাস দিয়ে তিনি বলেছেন, ‘তাজিকিস্তান ভালো দল। এশিয়ান কাপের বাছাইয়ে আমরা তাদের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছি; তাদেরকে হারিয়েছি। তারা আমাদের কাছে নতুন প্রতিপক্ষ নয়। তবে তারাও আমাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানে। আমি মনে করি ম্যাচে দারুণ লড়াই হবে।
