কুলাউড়ায় এস আর থান বিতানের উদ্বোধন


কুলাউড়া শহরের প্রানকেন্দ্র উত্তরবাজারস্থ এম আর কে শপিং সিটিতে 'এস আর থান বিতান' নামে এক কাপড়ের দোকান উদ্বোধন করা হয়েছে।
গত ৭ অক্টোবর রবিবার দুপুরে কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ফিতা কেটে দোকানের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন এস আর থান বিতানের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম ও মোঃ রিয়াজ উদ্দিন, ডাঃ ময়নুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্য) আব্দুল আহাদ, অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, সিপিএর সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম, সিএইচসিপি এসোসিয়েশন কুলাউড়ার সভাপতি শেখ মোঃ ইব্রাহীম, সিএইচসিপি আমিনুল ইসলাম সুমন, কামাল আহমদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন শামীম আহমদ, রুহুল আমিন, আব্দুল খালিক, আফজাল হোসেন মামুন, সইয়ব আলী, সুজন প্রমুখ।  # বিজ্ঞপ্তি

Post a Comment

Previous Post Next Post