অনলাইন ডেস্কঃ
চীনের পূর্বাঞ্চলীয় শাংডং প্রদেশে কয়লা খনি ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে
দাঁড়িয়েছে বলে সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্ধারকারী দলের সদর
দপ্তর থেকে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা রবিবার রাতে ৫টি ও রবিবার সকালে একটি
লাশ উদ্ধার করেছে।
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর ইউনচেং কাউন্টির লংইউন কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ওই খনিতে এ দুর্ঘটনা ঘটে। ৭৪ মিটার দীর্ঘ সুড়ঙ্গের দু'ধারে কয়লা ধসে পড়ে প্রবেশপথগুলো বন্ধ হয়ে গেলে মোট ২২ শ্রমিক আটকা পড়ে। মাত্র একজন শ্রমিককে উদ্ধার করা হয়।
সূত্র: সিনহুয়া
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর ইউনচেং কাউন্টির লংইউন কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ওই খনিতে এ দুর্ঘটনা ঘটে। ৭৪ মিটার দীর্ঘ সুড়ঙ্গের দু'ধারে কয়লা ধসে পড়ে প্রবেশপথগুলো বন্ধ হয়ে গেলে মোট ২২ শ্রমিক আটকা পড়ে। মাত্র একজন শ্রমিককে উদ্ধার করা হয়।
সূত্র: সিনহুয়া