বিশেষ প্রতিনিধিঃ জালালপুর উন্নয়ন সংস্থার সাথে জালালপুর বাজার ব্যবস্থাপনা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ৪ অক্টোবর বৃহঃবার রাত ৮ ঘটিকার সময় জালালপুর ইউনিয়ন অফিস কার্যালয়ে সভায় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাওলানা সুলাইমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি ইউনুস আলী, আলা উদ্দিন আলাই, এনামুল কবির, জাহিদুল হাসান জগলু, মুহিন আহমেদ, শাহিন আহমেদ, সাইদুর রহমান বাদশাহ প্রমুখ ।
বক্তারা জালালপুরকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, সু-শৃঙ্খল ও মডেল জালালপুরে পরিনত করতে জালালপুরের সর্বস্তরের মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি জালালপুর উন্নয়ন সংস্থাকে অভিনন্দন জানিয়ে জালালপুর বাজারকে “গ্রীন সিলেট, ক্লিন সিলেট ” প্রকল্পের আওতায় জালালপুরকে “গ্রীন জালালপুর, ক্লিন জালালপুরে রূপান্তরিত করার প্রত্যয়ে তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং তা বাস্তবায়নে জালালপুর উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করেন ।
জালালপুর উন্নয়ন সংস্থার পক্ষে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আলী হোসেন ইমানী, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান অপু। এসময় বক্তারা জালালপুর বাজার ব্যবস্থাপনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জালালপুরকে গ্রীন জালালপুর,ক্লিন জালালপুরে রূপান্তরিত করার পরিকল্পনাকে সাধুবাদ জানান এবং তা বাস্তবায়নে সুনির্দিষ্ট পরামর্শ ও সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন ।
সভাপতির বক্তব্যে মাও সুলাইমান হোসেন জালালপুর উন্নয়ন সংস্থাকে অভিনন্দন জানান এবং জালালপুরকে একটি সুন্দর, সু-শৃঙ্খল, মডেল জালালপুরে রূপান্তরিত করতে উনার কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং তা বাস্তবায়নে জালালপুর উন্নয়ন সংস্থাসহ সর্বস্তরের সবার সার্বিক সহযোগিতা কামনা করেন ।
