দেশে তৈরি সফটওয়্যার রপ্তানি হচ্ছে ৮০ দেশে


অনলাইন ডেস্কঃ বাংলাদেশে তৈরি সফটওয়্যার বিশ্বের ৮০টি দেশে রপ্তানি হচ্ছে। নেপাল ও নাইজেরিয়ায় কম্পিউটার ও ল্যাপটপ রপ্তানি করছে বাংলাদেশ। জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত ‘শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ—শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post