ম্যাচ সেরা লিটন, টুর্নামেন্ট ধাওয়ান


স্পোর্টস ডেস্কঃ পর্দা নামল এবারের এশিয়া কাপের। শিরোপার কাছাকাছি গিয়েও অবশেষে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ম্যাচের একেবারে শেষ বলে হেরে গিয়ে এশিয়া কাপে তৃতীয়বার রানার্স আপ হলো টাইগাররা। 

শুক্রবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে তিন উইকেটে হেরেছে মাশরাফি বিন মুর্তজার দল।

এদিন দুর্দান্ত এক ইনিংস খেলেছেন টাইগার ওপেনার লিটন দাস। ১১৭ বলে করেছেন ১২১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। দলকে দারুণ একটি ইনিংস উপহার দেয়া লিটন দাস পেয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার।

ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান পেয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার। এবারের এশিয়া কাপে শিখর ধাওয়ানই সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান। দুইটি সেঞ্চুরিতে তিনি করেছেন ৩৪২ রান।

এশিয়া কাপে এবার তৃতীয়বারের মতো ফাইনালে খেলেছে বাংলাদেশ। তিনবারই রানার্স আপ হলো বাংলাদেশ। 

২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুই রানে হেরেছিল বাংলাদেশ। আর ২০১৬ সালের আসরের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে আট উইকেটে হেরে রানার্স আপ হয়েছিল টাইগাররা।

Post a Comment

Previous Post Next Post