সন্ন্যাসিনী ধর্ষণের অভিযোগে বিশপ গ্রেফতার


অনলাইন ডেস্কঃ ভারতে সন্ন্যাসিনী ধর্ষণের অভিযোগে ফ্র্যাংকো মুলাক্কাল (৫৪) নামে এক বিশপকে গ্রেফতার করা হয়েছে। ফ্র্যাংকো মুলাক্কাল পাঞ্জাবের জলন্ধারের রোমান ক্যাথলিক চার্চের বিশপ।

আজ শনিবার তাকে আদালতে হাজির করা হয়েছে।

টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে তাকে দেশটির কেরালা রাজ্যে থেকে গ্রেফতার করা হয়।

সন্ন্যাসিনীর অভিযোগ, ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে ওই বিশপ তাকে বেশ কয়েকবার ধর্ষণ করে।

Post a Comment

Previous Post Next Post