৫ দিনের মাথায় ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ফের ভূমিকম্প

৫ দিনের মাথায় ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ফের ভূমিকম্প


অনলাইন ডেস্কঃ ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে পাঁচ দিনের মাথায় দ্বিতীয় দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের পর পর রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার মেটেওরোলজি অ্যান্ড জিওফিজিক্স সংস্থা।

দুপুরের পর পর ভূমিকম্পে দ্বীপটির ভবনগুলো প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। এতে দ্বীপবাসীর মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, ভূমিকম্পে কিছু ভবন ধসে পড়েছে।লম্বক দ্বীপটি নয়নাভিরাম সৈকত ও হাইকিং ট্রেইলের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।গত কয়েক দিনে দ্বীপটিতে তিন দফায় ভূমিকম্প আঘাত হানল।এর মধ্যে গত রোববার ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে আঘাত হেনেছিল। এতে ৩৪৭ জন নিহত হয়েছে বলে স্থানীয় পর্যায়ে দাবি করা হচ্ছে।এর আগে গত সপ্তাহে প্রথম দফায় দ্বীপটিতে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হন।

রোববারের ভূমিকম্পের পর ৩৫৫ বার আফটার শক অনুভূত হয়। এর মধ্যে আজ তৃতীয় দফায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হওয়ায় দ্বীপবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Post a Comment

Previous Post Next Post