সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে বিজ্ঞানী নিহত

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে বিজ্ঞানী নিহত


অনলাইন ডেস্কঃ গাড়ি বোমা হামলায় সিরিয়ায় রাসায়নিক অস্ত্র গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী আজিজ আসবার নিহত হয়েছেন। আল ওয়াতান পত্রিকার খবরে বলা হয়েছে, হামা শহরে তার গাড়ি টার্গেট করে একটি বিস্ফোরণ ঘটলে তিনি নিহত হন।

সিরিয়া সরকারের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের সঙ্গে দেশটির রাসায়নিক অস্ত্র কর্মসূচির সম্পৃক্ততা আছে বলে জানিয়েছেন পশ্চিমা গোয়েন্দারা।একটি বিদ্রোহী গোষ্ঠী গাড়ি বোমা হামলাটি চালিয়েছে বলে দাবি করেছে। তবে অন্যান্যরাও এ হামলায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।শনিবার সন্ধ্যায় বিজ্ঞানী আসবার গাড়িতে করে ভ্রমণের সময় সেটি বিস্ফোরিত হয়। এতে চালকসহ তিনি মারা যান বলে জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সংস্থাটি জানায়, সিরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নে আসবারের ভূমিকা রয়েছে।বিদ্রোহী গোষ্ঠী আবু আমারা স্পেশাল মিশন এ হামলার দায় স্বীকার করেছে। সিরিয়ার সরকারপন্থি সংবাদমাধ্যমগুলো একে হত্যাকাণ্ড আখ্যা দিয়েছে।সিরিয়া সরকার ওই সমস্ত হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। দুই সপ্তাহ আগেও সেখানে একটি বিমান হামলা হয়। সিরিয়ার ওই বিজ্ঞানী ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জড়িত ছিলেন বলে ইসরায়েল অভিযোগ তুলেছিল।

Post a Comment

Previous Post Next Post