আন্দোলনকারীদের ধন্যবাদ দিলেন সাকিব আল হাসান

আন্দোলনকারীদের ধন্যবাদ দিলেন সাকিব আল হাসান


অনলাইন ডেস্কঃ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি ভিডিও বার্তায় ধন্যবাদ দিয়েছেন অলরাউন্ড ক্রিকেটার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে তিনি ভিডিওটি পোস্ট করেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, 'আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই তাদের এই যুগান্তকারী আন্দোলনের জন্য। আমি তোমাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। সেইসঙ্গে বলছি, এটি শুধু শিক্ষার্থীদের দাবি হওয়া উচিত নয় এটি বাংলাদেশের সকল মানুষের দাবি হওয়া উচিত। কারণ প্রতি বছর সড়ক দুর্ঘটনা অনেক হচ্ছে এবং অনেক প্রাণ ঝরে যাচ্ছে। যা আমাদের কারো কাম্য নয়।'

ভিডিও বার্তায় তিনি আরো বলেন, 'আমাদের বাচ্চারা সবাই নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারুক। সেদিকটা চিন্তা করলে এই দাবিটা বাংলাদেশের সকল মানুষের হওয়া উচিত। আমি শিক্ষার্থীদের ধন্যবাদ দিয়ে বলতে চাই যে তোমরা আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছো।'

প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছেন উল্লেখ করে সাকিব আল হাসান বলেন, 'তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। যা বাস্তবায়িত করতে হয়তো একটু সময় লাগবে।'

শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়া উচিত হবে উল্লেখ করে তিনি বলেন, 'তোমরা ক্লাসে ফিরে যাও। এই দাবি যদি পূরণ না হয় তবে আগামীতে যদি আবার আন্দোলনে নামতে হয় তোমাদের তবে আমাকে তোমাদের পাশে পাবে।'

Post a Comment

Previous Post Next Post