মন বলছে, আমার আয়ু আর মাত্র কয়েক মাস : ইরফান খান

মন বলছে, আমার আয়ু আর মাত্র কয়েক মাস : ইরফান খান


অনলাইন ডেস্কঃ নিউরো এন্ড্রক্রাইন টিউমার নামক বিরল স্নায়ু আক্রান্ত বলিউড ও হলিউডের সফল অভিনেতা ইরফান খান। বর্তমানে তিনি যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুখবর ছিল ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছেন তিনি। বেশ কিছুদিন আগে ইরফানের প্রিয় বন্ধু এবং পরিচালক বিশাল ভরদ্বাজ বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, দ্রুত ও সুস্থ হয়ে আবার অভিনয়ে বীর বেশে হাজির হবেন ইরফান।’

ইরফান ভক্তরা সর্বক্ষণ ইরফানের টুইট থেকে চোখ সরাচ্ছে না। ইরফান খানও টুইটারে তার হাস্যজ্জল ছবি ও ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের গল্প বলছিলেন। টুইটারে তিনি লিখেছিলেন, ‘আমি বিশ্বাস করি, আমার ধৈর্যের কাছে ক্যান্সার হেরে যাবে।’

কিন্তু দীর্ঘ ৪ মাস পরে হঠাৎ করে দৃঢ় মনবলের এ অভিনেতা জীবনের লড়াইয়ে বিমর্ষ হয়ে পড়েছেন। ইরফান খান বলছেন, ‘মন বলছে, আমার আয়ু আর মাত্র কয়েক মাস।’

ক্যান্সার তার জীবনকে এক ঝটকায় নাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘ক্যান্সার আমাকে জীবনের এক কোণায় দাঁড় করিয়ে দিয়েছে। জীবন নিয়ে এই মুহূর্তে কী করা উচিত, সে বিষয়ে ধোঁয়াসা লাগছে আমার।’

তিনি জানান, ‘এ লড়াইটা শক্ত। খুব দৃঢ়তার সঙ্গে পাঞ্জা লড়ছি। তবু বলব মনকে এখনও শান্ত করেতে পারিনি।’

Post a Comment

Previous Post Next Post