স্টাফ রিপোর্টারঃ বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতদের প্রতিবাদ ও নিরাপদ সড়কসহ নয় দফা দাবিতে রাজধানীর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে কুলাউড়ায় আন্দোলন ও বিক্ষোভ করেছেন কুলাউড়া সরকারি কলেজ ও নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
২জুলাই বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা শহরের চৌমুহনী চত্ত্বরে বিক্ষোভ করে তারা । আগের দিনের ঘোষণা অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে চৌমুহনী চত্ত্বরে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষর্থীরা বলেন, আমরা নিরাপদে চলাচল করতে চাই। আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের নয় দফা দাবি মানতেই হবে। দাবী আদায় না হলে আগামী শনিবার থেকে আবারো আন্দলনে নামবো আমরা।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মূসা বলেন, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছে। তবে অপ্রীতিকর কোনও ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে ছিল।’
