আফগানিস্তানে তালেবান হামলায় সেনা-পুলিশসহ নিহত ৪৫

অনলাইন ডেস্কঃ সন্ত্রাসী গোষ্ঠী তালেবানদের হামলায় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের একটি ঘাঁটিতে নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ৪৫ জন সদস্য নিহত হয়েছেন। প্রদেশটির বাগলান-ই-মারকাজি জেলার আল্লাহউদ্দিন ঘাঁটিতে মঙ্গলবার রাতে তালেবান জঙ্গিরা এই হামলা চালালে ৩৫ জন সেনা ও ১০ জন স্থানীয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্রে বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

এছাড়া দেশটির দুইটি বড় সেনাঘাঁটি লক্ষ্য করে গত দুইদিনে হামলা চালিয়েছে তালেবানরা।  এসব হামলায় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েক জন সদস্য নিহত হয়েছেন।তবে মঙ্গলবার রাতের তালেবান হামলার ব্যাপারে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা কোন মন্তব্য করেননি।

Post a Comment

Previous Post Next Post