নৌকা থেকে স্বামীকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিলেন স্ত্রী


অনলাইন ডেস্কঃ কুষ্টিয়ার বড় বাজার খেয়াঘাট এলাকায় নৌকা থেকে স্বামীকে ধাক্কা দিয়ে মাঝ নদীতে ফেলে দিলেন স্ত্রী। এ সময় স্ত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ।

শনিবার দুপুরে কুষ্টিয়ার বড় বাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে প্রবল স্রোতের মধ্যে তলিয়ে যাওয়া স্বামী সাব্বিরকে খোঁজার চেষ্টা চললেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া শহরের বিহারী পট্টির সাইফের ছেলে সাব্বির তার স্ত্রীকে নিয়ে হরিপুর থেকে নৌকাযোগে কুষ্টিয়া বড় বাজার খেয়াঘাটের দিকে যাচ্ছিলেন।

এ সময় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী সাব্বিরকে হঠাৎ ধাক্কা দিয়ে নৌকা থেকে মাঝ নদীতে ফেলে দেন স্ত্রী। মুহূর্তের মধ্যে নদীর স্রোতের তলিয়ে যান সাব্বির।

এ সময় ওই নৌকায় থাকা অন্যান্য যাত্রীরা হতভাগ হয়ে যান। খেয়াঘাটে নৌকা পৌঁছানো মাত্রই স্ত্রী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করে পুলিশ। স্থানীয়রা ঘটনাস্থলে নদীতে নেমে সাব্বিরকে খোঁজার চেষ্টা করলেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলছে। #জাগোনিউজ

Post a Comment

Previous Post Next Post