সিলেটে অপরাধ দমনে সিআরটির আনুষ্ঠানিক যাত্রা


অনলাইন ডেস্কঃ সিলেট নগরীতে এবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো পুলিশের বিশেষায়িত টিম ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)। বুধবার (২৯ আগস্ট) সিলেট পুলিশ লাইন্সের শামসুল হক মিলনায়তনে সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সিআরটি’র বিভিন্ন কৌশলের মহড়া প্রদর্শন শেষে অপরাধ দমনে এবার মাঠে নামছে পুলিশের চৌকস দলটি।

বুধবার সিআরটি সিলেট ইউনিটের চৌকশ সদস্যরা তাদের মহড়ায় তুলে ধরেন কিভাবে জঙ্গি নির্মূলে কাজ করবেন, মাদক চোরাচালানিদের ধরবেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপ কমিশনার ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ কমিশনার শাহরিয়ার আল মামুন, সিআরটি’র দুই প্রশিক্ষকসহ এসএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, সোয়াতের আদলেই বিশেষায়িত এ টিম গড়ে তোলা হয়েছে। এই টিমের কাজ হলো জঙ্গি, মাদক, সন্ত্রাস, চোরাচালান প্রতিরোধ করা। মোস্ট ওয়ান্টেড আসামি গ্রেফতারেও এ টিম কাজ করবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সোয়াতের প্রশিক্ষকরা আমাদের টিমকে জর্ডানে প্রশিক্ষণ দিয়েছেন। বর্তমানে সিলেটেও যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের। পুলিশের এ কর্মকর্তা বলেন, প্রশিক্ষণের ফলে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের সক্ষমতা বেড়েছে।

Post a Comment

Previous Post Next Post