লা লিগায় রিয়ালের শুভসূচনা


স্পোর্টস ডেস্কঃ গেটাফেকে হারিয়ে লা লিগায় দারুণ যাত্রা শুরু করলো রিয়াল মাদ্রিদ। গ্যারেথ বেল ও দানি কারভাহালের গোলে সহজেই তিন পয়েন্টের দেখা পেয়েছেন হুলেন লোপেতেগির শিষ্যরা।

রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শুরু থেকেই আক্রমণাত্মক রিয়াল ২০ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায়। বেলের ক্রস দারুণভাবে বিপদমুক্ত করেন গেতাফে গোলরক্ষক। কিন্তু সেই বল ফাঁকা পেয়ে যান কারভাহাল, তার হেড গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জড়ায় জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ৫১তম মিনিটে মার্কো আসেনসিওর দারুণ ক্রসে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান বেল। কাছেই ছিলেন গেতাফে গোলরক্ষক, তবে বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি তিনি।

Post a Comment

Previous Post Next Post