‘ক্যাপ্টেন খান’ ছবির প্রথম গান প্রকাশ


বিনোদন ডেস্কঃ শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবির প্রথম গান প্রকাশ হয়েছে। শনিবার সন্ধ্যায় ‘মামা ম্যাও ম্যাও’ শিরোনামের গানটি প্রকাশ করে আনলিমিটেড অডিও ভিডিও ইউটিউব চ্যানেল।

গানের দৃশ্যে একেবারে নতুন লুকে দেখা দিয়েছেন শাকিব ও বুবলী। চোখ ধাঁধানো পোশাক আর দুর্দান্ত ড্যান্সে মাতিয়ে দিয়েছেন তারা। ধারণা করা হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই গানটি দর্শকপ্রিয়তা পাবে।

এই গানের আগে ‘ক্যাপ্টেন খান’ ছবির তিনটি পোস্টার ও একটি টিজার প্রকাশ হয়। সেগুলো তুমুল আলোচিত হয়।

‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল মুখার্জি। আরও আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু, মিশা সওদাগরসহ অনেক প্রিয়মুখ। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

Post a Comment

Previous Post Next Post