হোসাইন আহমদ বারকুটী হুজুরের ইন্তেকাল; জানাজা বাদ আসর

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেট তথা দেশের প্রখ্যাত আলেমে দ্বীন শায়খুল হাদিস আল্লামা হুসাইন আহমদ বারকুটি হুজুর আর নেই। ইন্নালিল্লাহি – – – রাজিউন। শনিবার রাত পৌনে ১২ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, ভক্তঅনুরাগী রেখে গেছেন।
আজ রোববার(১২ আগস্ট) বাদ আসর গোলাপগঞ্জের বারকোট মাদ্রাসা মাঠে উনার জানাজার নামাজ অনুষ্টিত হবে।

Post a Comment

Previous Post Next Post