বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম আর নেই


অনলাইন ডেস্কঃ জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর সদস্য তাজুল বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

কিডনির জটিলতায় আক্রান্ত তাজুল ইসলামকে রবিবার দুপুরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি আইসিউতে ছিলেন। সোমবার দুপুরে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরপর রাত সাড়ে ১২টার দিকে তাজুলের মৃত্যু হয় বলে জাতীয় পার্টির প্রেস উইং জানায়।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাজুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে। 

Post a Comment

Previous Post Next Post