কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি রেস্তোরা, একটি বেকারি ও একটি স্টেশনারি দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ও মাসুমা জান্নাতের নেতৃত্বে স্থানীয় পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নোংরা পরিবেশের কারণে মৃদুল হোটেল, গ্রামবাংলা রেস্তোরা ও কাজী ফুডস বেকারিকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা এবং দোকানে সুনির্দিষ্ট মূল্য তালিকা না থাকায় আজহম এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
