গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ সরকারি এমসি একাডেমী স্কুল ও কলেজের সামনে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তায় ও দূর্ঘটনা রোধের জন্য জেব্রা ক্রসিং চিহ্ন স্থাপন করে সামাজিক সংগঠন গোল্ডেন গ্রুপ । এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা মারজান আহমদ, হুমায়ুন কবির রুবেল, রাসেল আহমদ রাজু, সাইফুল ইসলাম, জিলাল আহমদ, বিপ্রতীপ চন্দ্র তাপ্পু, আব্দুস ছামাদ অাজাদ, সৌরভ আহমদ, সুহিন আহমদ, সুহিন আহমদ, টিপু আহমদ, রাজু আহমদ, তুহিন অাহমদ, বিলাল আহমদ প্রমুখ।
এছাড়াও বিগত দিনে ছাত্ররা দেশের প্রতিটি স্থানের মত গোলাপগঞ্জের সড়ক অবরোধ করলে গোল্ডেন গ্রুপ তাদের নিজেদের ভূমিকায় ছাত্রদেরকে ক্লাসে ফিরিয়ে নিতে সক্ষম হয়।
গোল্ডেন গ্রুপের র্শীর্ষ স্থানীয় নেতা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর জানান, তারা চান গোলাপগঞ্জের প্রতিটি সড়ক যেন নিরাপদ হয়।
