টিনদের কাছে অ্যাভেঞ্জার আর রিভারডেলই সেরা


বিনোদন ডেস্কঃ ‘টিন চয়েস অ্যাওয়ার্ডস’-এ ১৩ থেকে ১৯ বছর বয়সীরাই বিচারক। তাদের ভোটেই নির্বাচিত হয় সংগীত, চলচ্চিত্র, ক্রীড়াঙ্গন, ফ্যাশন, কমেডি ও বিনোদন দুনিয়ার বিজয়ীদের নাম। তাদের হিসাবে এবার চলচ্চিত্রজগতে সেরা ‘অ্যাভেঞ্জার : ইনফিনিটি ওয়ার’ আর ‘ব্ল্যাক প্যান্থার’। এই দুটি ছবি যথাক্রমে হয়েছে ‘চয়েস অ্যাকশন মুভি’ ও ‘চয়েস সাই-ফাই মুভি’। পাশাপাশি ‘অ্যাভেঞ্জার : ইনফিনিটি ওয়ার’ ছবিতে অভিনয়ের জন্য ‘চয়েস অ্যাকশন মুভি অ্যাক্ট্রেস’ হয়েছেন স্কারলেট জোহানসন আর ‘চয়েস অ্যাকশন মুভি অ্যাক্টর’ হয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। অন্যদিকে ‘ব্ল্যাক প্যান্থার’ ছবিতে অভিনয়ের জন্য ‘চয়েস সাই-ফাই মুভি অ্যাক্ট্রেস’ হয়েছেন লুথিশিয়া রাইট আর ‘থর : র‌্যাগনারক’ ছবিতে অভিনয়ের জন্য ‘চয়েস সাই-ফাই মুভি অ্যাক্টর’ হয়েছেন ক্রিস হেমসওয়ার্থ। গতবারের মতো এবারও টিভিতে জয়জয়কার ছিল টিভি ধারাবাহিক ‘রিভারডেল’-এর। এটি একই সঙ্গে জিতে নিয়েছে ‘চয়েস ড্রামা টিভি শো’, ‘চয়েস ড্রামা টিভি অ্যাক্টর’, ‘চয়েস ড্রামা টিভি অ্যাক্ট্রেস’, ‘চয়েস টিভি ভিলেন’, ‘চয়েস ব্রেক আউট টিভি স্টার’ ও ‘চয়েস টিভি শিপ’ পুরস্কার।

‘চয়েস মেল আর্টিস্ট’ বিভাগে শন মেন্ডেস, ড্রেক, ব্রুনো মার্স, এড শিরানদের মতো শিল্পীদের সঙ্গে প্রতিযোগিতা করে সেরা হয়েছেন পপ শিল্পী লুই টমলিনসন। অন্যদিকে ‘চয়েস ফিমেল আর্টিস্ট’ বিভাগে টেলর সুইফটকে সেরা হওয়ার জন্য লড়াই করতে হয়েছে ক্যামেলিয়া কাবেলো, ডেমি লোভেতো, আরিয়ানা গ্রান্দে, কারডি বির সঙ্গে। ‘চয়েস মিউজিক গ্রুপ’ হয়েছে অস্ট্রেলিয়ার পপ রক ব্যান্ড ‘ফাইভ সেকেন্ডস অব সামার’। ‘চয়েস ব্রেকআউট আর্টিস্ট’ হয়েছেন আর অ্যান্ড বি শিল্পী খালিদ। চার্লি পুথের গাওয়া পপ রক ঘরানার গান ‘অ্যাটেনশন’ জিতেছে ‘চয়েস সং : মেল আর্টিস্ট’ পুরস্কার। আর যুক্তরাষ্ট্রের গায়িকা হোজির গাওয়া ‘ব্যাড অ্যাট লাভ’ গানটি ‘চয়েস সং: ফিমেল আর্টিস্ট’ বিভাগে হয়েছে সেরা।

১২ আগস্ট হয়ে যাওয়া এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ‘দ্য ফোরাম’-এ।

Post a Comment

Previous Post Next Post