হজরত শাহজালাল (রহ.)-এর ওরস শুরু


অনলাইন ডেস্কঃ উপমহাদেশে ইসলাম ধর্মের অন্যতম প্রচারক হজরত শাহজালাল (রহ.)-এর ৬৯৯তম ওরস গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আজ শুক্রবার ভোরে আখেরি মোনাজাত ও শিরনি বিতরণ, বাদ জোহর মিলাদ মাহফিল এবং বাদ আসর শরবত বিতরণের পর রাত ১০টার পর আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী ওরস শেষ হবে।

ওরসে অংশ নিতে গত বুধবার থেকে দেশের বিভিন্ন প্রান্তের ভক্ত-আশেকান মাজারে আসা শুরু করে। গতকাল সকাল থেকেই ভক্তদের পদভারে মুখরিত হয়ে ওঠে দরগাহ প্রাঙ্গণ। দেশ-বিদেশের ভক্তদের হাতে হাতে ছিল নানা রঙের গিলাফ আর মুখে মুখে উচ্চারণ ছিল ‘লালে লাল, বাবা শাহজালাল’!

এ উপলক্ষে গত বুধবার রাত থেকে ওরসের পশু জবাই শুরু হয়। মূল ওরস শুরু হয় গতকাল থেকে। গতকাল মাজারে গিলাফ চড়ানো, রাতে কোরআনখানি, মিলাদ, জিকির-আজকার, ভক্তিমূলক গজল অনুষ্ঠিত হয়।

ওরস উপলক্ষে মাজার এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। ভক্তদের মাজারে আসার রাস্তা নির্বিঘ্ন করার জন্য সকাল থেকে নগরের পাঁচটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পুরো মাজার ও আশপাশ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে মাজার কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় দেড় হাজার পুলিশ ছাড়াও মাজারের নিজস্ব কয়েক হাজার স্বেচ্ছাসেবক নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

প্রতিবারের মতো এবারও ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাজারে গিলাফ দেওয়া হয়েছে। সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওরসহ অঙ্গসংগঠনের নেতারা গিলাফ নিয়ে যান।

এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে মাজারে গিলাফ দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। গিলাফ দেওয়ার পর হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। মাহফিলে কারাবন্দি খালেদা জিয়ার দীর্ঘায়ু ও মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

দরগাহ ওরস আয়োজক কমিটির সেক্রেটারি সামুন মাহমুদ খান জানান, নির্বিঘ্নে ওরসের আনুষ্ঠানিকতা পালনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল বিকেলে মাজারে গিয়ে দেখা যায়, মাজার প্রাঙ্গণে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বসে আছে অসংখ্য নারী-পুরুষ, শত শত বাউল ফকির। এদের বেশির ভাগই দেশের দূর-দূরান্ত থেকে মিলিত হয়েছে এখানে। মাথা ঝাঁকিয়ে একমনে জিকির করে চলেছে তারা। তাদের বেশির ভাগই একে অন্যকে চেনে না। জিকির আর গজলের সুরেই এক হয়েছে তারা। 

Post a Comment

Previous Post Next Post