ভিয়েতনামে বন্যায় মৃত ১৯, নিখোঁজ ১৩

ভিয়েতনামে বন্যায় মৃত ১৯, নিখোঁজ ১৩


অনলাইন ডেস্কঃ ভিয়েতনামে টাইফুন সন তিনহ’র প্রভাবে সৃষ্ট ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ১৯ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরো ১৩ জন। ভিয়েতনামের মধ্য ও উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে এমনটা ঘটেছে। রবিবার একথা জানিয়েছে, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা। খবর বার্তা সংস্থা এএফপি ও সিনহুয়ার।
খবরে বলা হয়, বন্যা ও ভারী বর্ষণ প্রায় প্রতি বছরই আঘাত হানে ভিয়েতনামে। এই বছর সন তিনহ নিয়ে মোট তিনটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় ভিয়েতনামে আঘাত হেনেছে। 

সিনহুয়া শনিবার জানিয়েছে, মৃতদের মধ্যে আটজন উত্তরাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশের বাসিন্দা ছিলেন। দু’জন ছিলেন মধ্যাঞ্চলীয় থানহ হোয়া প্রদেশের। নিখোঁজদের মধ্যে নয়জন হচ্ছে ইয়েন বাই প্রদেশের বাসিন্দা ও দু’জন হচ্ছেন থানহ হোয়া প্রদেশের। 

উল্লেখ্য, প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১০ জন ও নিখোঁজের সংখ্যা ১১ জন বলে ঘোষণা দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিটি।
ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধ্বসে দেশটিতে ধ্বংস হয়ে গেছে ১৫ হাজারের বেশি বাড়ি-ঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার ১ লাখ ১০ হাজার হেক্টরজুড়ে থাকা শস্য ও মাছের পুকুর। 

এছাড়া, পানির নিচে তলিয়ে গেছে বেশ কয়েকটি প্রধান সড়ক। গত বছর প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে প্রাণ হারান ৩৮৯ জন মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ২৬০ কোটি ডলার।

Post a Comment

Previous Post Next Post