অনলাইন ডেস্কঃ সম্প্রতি বলিউড তারকাদের অ্যাপার্টমেন্ট, বাড়ি ও ফ্ল্যাট কেনার বিভিন্ন সংবাদ জনপ্রকাশ্যে আসছে। কয়েকদিন আগে জানা গেছে বলিউড তারকা শহীদ কাপুর মুম্বাইয়ের ওরলিতে একটি বাড়ি কিনেছেন, যার দাম প্রায় ৫৬ কোটি রুপি। আর প্রিয়াঙ্কার ভার্সোভার একটি হাইরাইজে ফ্ল্যাট কেনার কথা তো কমবেশি সবারই জানা।
এবার জানা গেল টাইগার শ্রফ এর কথা। তিনিও নাকি সাড়ে ৩১ কোটি রুপি ব্যয় করে এক সাথে তিনটি ফ্ল্যাট কিনেছেন।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এক সাথে তিনটি ফ্ল্যাট নিচ্ছেন টাইগার। তার মধ্যে একটি ৮ বেডরুমের অ্যাপার্টমেন্টও আছে। মুম্বাইয়ের পশ্চিম খার এলাকায় অবস্থিত রুস্তমজি প্যানারোমায় অবস্থিত এই তিনটি ফ্ল্যাট। দশম তলায় অবস্থিত ফ্ল্যাটটি ১৫০০ বর্গফুটের। আর ২২ তলায় অবস্থিত ফ্ল্যাট দুটি যথাক্রমে ১৯০০ ও ২১০০ বর্গফুটের। কাগজপত্র সহ ফ্ল্যাট তিনটির সর্বমোট মূল্য ৩১.৫০ কোটি রুপি।
