মক্কায় দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

মক্কায় দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু


অনলাইন ডেস্কঃ সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গতকাল রবিবার আলাদা সময়ে তাঁরা মারা যান।

তাঁরা হলেন, মো. আবদুস সাত্তার ও আমির হোসাইন। আব্দুস সাত্তারের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায় এবং আমির হোসেনের বাড়ি নারায়ণগঞ্জের রুপগঞ্জে।
মক্কায় বাংলাদেশ হজ মিশন এ তথ্য নিশ্চিত করেছে।

এবার চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। হজের আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি সৌদি আরব ছাড়বে ২৭ আগস্ট। এ ছাড়া ২৫ সেপ্টেম্বর বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরব ছেড়ে আসবে।

Post a Comment

Previous Post Next Post