ভুল থেকে আমরা শিখছি না : মাশরাফি

ভুল থেকে আমরা শিখছি না : মাশরাফি


অনলাইন ডেস্কঃ শেষ ওভারে জয়ের জন্য ৮ রান। এমন সমীকরনে গেল কয়েক বছর যাবতই পড়তে হচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও একই সমীকরনের সামনে আবারো ম্যাচ হারলো বাংলাদেশ। কিন্তু বারবার এক সমীকরনে পড়ে ভুল করেই যাচ্ছে টাইগাররা। তাই সহজ জয় হাতছাড়া করছে বাংলাদেশ। তারপরও ভুল থেকে দল শিখতে পারছে না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দ্বিতীয় ওয়ানডে শেষে মাশরাফি বলেন, ‘এই ধরনের ম্যাচ হারা সত্যিই হতাশার। বারবার একই ভুল করছি আমরা। কিন্তু ভুল থেকে শিখতে পারছি না। সহজেই এ ম্যাচ শেষ করা উচিত ছিলো আমাদের।’

শেষ ওভারে সমীকরনের মার-প্যাচে পরে গেল কয়েক বছর গুরুত্বপূর্ণ বেশক’টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। তীরে এসে তরি ডুবানোর কাজটা ভালোভাবে করে ফেলে টাইগাররা। তবে বারবার ভুল করে সেখান থেকে শিখতে পারছে না বাংলাদেশ। এতে যেমন ক্রিকেটপ্রেমিরা হতাশা, অধিনায়ক মাশরাফিও । তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে ক্ষোভ ঝাড়লেন ম্যাশ। তিনি বলেন, ‘শেষ ১৩ বলে ১৪ রান লাগবে। হাতে রয়েছে ৬ উইকেট। এই পরিস্থিতিতে ম্যাচ হারের কথা নয়। আর এমনও নয় যে, এই ঘটনা এই প্রথম হল। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবারই এমন ঘটলো। তারপরও আমরা পারছি না। এটা সত্যিই হতাশার। বারবার একই পরিস্থিতির সামনে পড়েও আমরা শিখতে পারছি না।’

বারবার একই ভুল করার কারনও বুঝতে পারছেন না মাশরাফি। তাই হতাশাগ্রস্থ কন্ঠে তিনি বলেন, ‘আমি ঠিক জানি না কেন এমনটি হচ্ছ্ টেকনিক্যাল নাকি মানসিকভাবে এটি হচ্ছে, এটি বুঝা যাচ্ছে না। যদি ১২ বলে ২০ রান দরকার পড়তো, তবে ব্যাপারটি হতো অন্যরকম। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে ১৩ বলে ১৪ রান দরকার ছিলো। এ অবস্থাতেও আমরা পারিনি। তাই এই পরিস্থিতি বিবেচনায় বলা যায় না, এটি টেকনিক্যালি নাকি মানসিকভাবে ভুল হচ্ছে।’
তবে এই পরিস্থিতিতে ধীরে সুস্থে খেললে ম্যাচ জয় সম্ভব হতো বলে মনে করেন মাশরাফি, ‘এই ধরনের পরিস্থিতিতে কোন চাপ না নিয়ে নার্ভ স্বাভাবিক রাখা যেত। ম্যাচ পরিস্থিতি বিবেচনা করা যেত। বল প্রতি রান দরকার ছিলো। এক-দুই করে নিলেই ম্যাচ বের হয়ে যেত।’

শেষদিকে, মাহমুুদুল্লাহ ও সাব্বিরের আউট বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘আমার মনে হয়, মাহমুুদুল্লাহ আউটটি আমাদের বড় ঝামেলা ফেলে দেয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে সাব্বিরের আউট ছিলো ম্যাচের টার্নিং পয়েন্ট।’
ম্যাচ হারের জন্য দুর্বল ফিল্ডিংকেও দায়ী করেন মাশরাফি। তিনি বলেন, ‘আমরা ফিল্ডিং ভালো করিনি। ক্যাচ মিস হয়েছে, রান আউট মিস করেছি। ফিল্ডিং মিসের কারনে ২৪টি ডাবলও হয়েছে। যা প্রতিপক্ষকে সহায়তা করেছে।’

Post a Comment

Previous Post Next Post