অনলাইন ডেস্কঃ স্কোর লাইন দেখে অনেকেই ভেবেছেন লিখতে ভুল হয়েছে। না, ভুল হয়নি। আসলেই এভারটন ২২-০ গোলের এক জয় পেয়েছে এটিভি ইরডনিংয়ের বিপক্ষে।
এভারটন গত মৌসুমে প্রিমিয়ার লিগে সব মিলিয়ে মাত্র ১৬টি গোল করতে পেরেছিল। সেই দল এবার প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ইরডনিংয়ের বিপক্ষে এক ম্যাচেই ২২ গোল করে ফেললো। প্রাক মৌসুম এই ম্যাচ খেলতে তারা গিয়েছিল অস্ট্রিয়াতে। এই ম্যাচে এভারটনের চার জন খেলোয়াড় হ্যাটট্রিক করেছেন।
প্রথমার্ধে এভারটন এগিয়ে ছিল ১০-০ গোলে। দলের ফরোয়ার্ড টোসুন করেছেন ৪ গোল। এই গোলবন্যার মধ্যে আত্মঘাতী গোলও আছে। আছে ২৫ গজ দূর থেকে তুলে মারা বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে ঢুকে যাওয়া। নতুন কোচ মার্কো সিলভার অধীনে এটা ছিল এভারটনের শুরু। গোলের দিক থেকে শুরুটা দারুণ হলো এই কোচের।