অনলাইন ডেস্কঃ এই বর্ষায়ও গরমে নাভিশ্বাস রাজধানীবাসীর। যদিও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কিন্তু তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রচণ্ড রোদ গরমে কোথাও যেন একটু শান্তি মিলছে না। গত দুদিনে সারাদেশে একটু আধটু বৃষ্টি হওয়ায় পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে।
এই গরমে মানুষের দৈনন্দিন কাজকর্মেও ছন্দপতন ঘটে। দিনের বেলায় প্রচণ্ড তাপদাহে কেউ বিশেষ কোনো কাজ না থাকলে ঘর থেকে বের হন না। তাই দুপুরে রাস্তা প্রায় ফাঁকা থেকেছে কয়েকদিন, দোকানপাটও সেরকম খোলেনি। গ্রামে গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে লোডশেডিংও।
আজ রবিবার রাজধানীর কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
আজ আবহাওয়ার পূর্বাভাসে বলছে, কয়েকবারে ঝিরিঝিরি বৃষ্টি নামতেই পারে যখন-তখন। বর্ষার বৃষ্টি বলে যাকে। কথা নেই, বার্তা নেই ঝরঝর করে ঝরে যাবে। এমন দিনে ছাতা ছাড়া বের হলে তার মাসুল তো গুনতেই হবে। আগামী কয়েকটা দিন ছাতা না নিয়ে বের হলে এমন মাসুল গোনার জন্য তৈরি থাকতে হবে।
শ্রাবণ মাসের আজ সপ্তম দিন। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির ওপরে উঠবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে তাতে স্বস্তির কিছু নেই। কারণ আকাশে প্রচুর মেঘ। আর সেইসাথে আর্দ্রতাও ৯০ শতাংশের ওপরে। এমন দিনে প্রচুর ঘাম হবে।
এদিকে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।