‘মাদকমুক্ত দেশ গড়তে জনগণকে সম্পৃক্ত করতে হবে’

‘মাদকমুক্ত দেশ গড়তে জনগণকে সম্পৃক্ত করতে হবে’


অনলাইন ডেস্কঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মাদক নির্মুলে পুলিশ ও আইন-শৃংখলা বাহিনী কাজ করে যাচ্ছে। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে থাকবে না জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস। তবে বর্তমানে আমাদের জন্য মাদক নির্মুলের বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে জনগণকে সম্পৃক্ত করতে হবে। 

মঙ্গলবার কুমিল্লা পুলিশ লাইন্সে স্বাধীনতা সংগ্রামে শহীদ বীর পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত চেতনায় একাত্তর-এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।  

আইজিপি বলেন, আমাদের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা। ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একাত্তরের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই যার স্বপ্ন বঙ্গবন্ধু দেখিয়েছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী দেখাচ্ছেন।

Post a Comment

Previous Post Next Post